Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
ফরমস্ স্টেশনারী ও লাইব্রেরী শাখা
নাগরিক সেবা

 

সেবার মান ও বিবরণ

সময় কাল

নোয়াখালী কালেক্টরেটের আওতাধীনফৌজদারী আদালতসমূহে ব্যবহৃত যাবতীয় ফরম সরবরাহ করা হয়।

চাহিদা মোতাবেক

নোয়াখালী কালেক্টরেটের বিভিন্ন শাখায় স্টেশনারী দ্রব্য সামগ্রী, পত্রজারী রেজিস্টার, পত্রগ্রহণ রেজিস্টার, হাজিরা বহি, বেতন বিল ফরমসহ বিভিন্ন প্রকার রেজিস্টার ও ফরম সরবরাহ করা হয়।

,,

কর্মকর্তা/কর্মচারীদের বার্ষিক গোপনীয় অনুবেদন ফরম, পেনশন ফরম, সাধারণ ভবিষ্য তহবিল ফরমসহ বিভিন্ন ফরম সরবরাহ করা হয়।

,,

সকল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সমূহে প্রতি বৎসর প্রাপ্ত বরাদ্দ মোতাবেক ফরমস্ ও স্টেশনারী দ্রব্য সামগ্রী সরবরাহ করা হয়।

,,

নোয়াখালী কালেক্টরেটের ভূমি হুকুম দখল শাখায় ভূমি অধিগ্রহণের টাকা পরিশোধের জন্য ব্যবহৃত এল.এ চেক সরবরাহ করা হয়।

,,

সকল উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয় এবং নোয়াখালী কালেক্টরেটের জেনারেল সার্টিফিকেট শাখায় সার্টিফিকেট মামলা সংক্রান্ত সকল ফরম সরবরাহ করা হয়।

,,

লাইব্রেরী শাখায় বিভিন্ন প্রকার মোট ৩৯২১ টি বই সংরক্ষিত আছে। বই সমূহ আদালতের বিচারিক কাজে এবং প্রশাসনিক কাজে ব্যবহার করা হয়। তাছাড়া বিচারিক আদালত সমূহে ভ্রাম্যমান আদালত পরিচালনাকালীন জরিমানা আদায়ের রশিদ বহি সরবরাহ করা হয়।

,,

নোয়াখালী কালেক্টরেটের আওতাধীন জেলা পুলে ব্যবহৃত গাড়ীর লগ বহি সরবরাহ করা হয়।

,,

কর্মকর্তা/কর্মচারীদের প্রয়োজনীয় বই/পত্রিকা/গেজেট সরবরাহ করা হয়।

০৭ দিনের মধ্যে


চলতি প্রকল্পসমূহ

0


কার্যক্রম
শাখার কার্যক্রম:
 

 জেলা প্রশাসনের বিভিন্ন বিধি/আইন সংক্রান্ত পুস্তাকাদি সংরক্ষণ, সরবরাহ সংক্রান্ত কার্যাদি

 যাবতীয় রেজিস্টার, ফরমসমূহ সংরক্ষণ ও সরবরাহকরণ


যোগাযোগ

ফরমস্ স্টেশনারী ও লাইব্রেরী শাখা,জেলা প্রশাসকের কার্যালয়, নোয়াখালী।


অন্যান্য

0


কর্মচারীবৃন্দ
ভারপ্রাপ্ত কর্মকর্তা