Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
রাজস্ব শাখা
নাগরিক সেবা
নাগরিক সেবা

সেবার ক্ষেত্র সমূহ

সেবা প্রাপ্তিতে প্রয়োজনীয় বিষয় সমূহ

নির্ধারিত সময়

মস্তব্য

কৃষি খাস জমি বন্দোবস্তকার্যক্রম।

নির্ধারিত আবেদন ফরমে ২কপি পাসপোর্ট সাইজের ছবি ও জাতীয়তা সনদসহ আবেদন করতে হবে।

বিধি মোতাবেক সহকারী কমিশনার (ভূমি) হতে নথি প্রাপ্তির ১৫ দিন।

 

সিডিএসপি পোল্ডার ভূক্ত কৃষি খাস জমি বন্দোবস্ত কার্যক্রম।

নির্ধারিত আবেদন ফরমে ২কপি পাসপোর্ট সাইজের ছবি ও জাতীয়তা সনদসহ আবেদন করতে হবে।

বিধি মোতাবেক সহকারী কমিশনার (ভূমি) হতে নথি প্রাপ্তির ১৫ দিন।

 

অকৃষি খাস জমি বন্দোবস্ত কার্যক্রম।

 

৫/- টাকার কোর্ট ফি ও এফিডেবিটসহ আবেদন করতে হবে।

বিধি মোতাবেক সহকারী কমিশনার (ভূমি) হতেনথি প্রাপ্তির ১৫ দিন।

 

হাট-বাজারের খাস জমি একসনা বন্দোবস্ত সংক্রাস্ত কার্যক্রম।

৫/- টাকার কোর্ট ফি ও জাতীয়তা সনদসহ আবেদন করতে হবে।

বিধি মোতাবেক সহকারী কমিশনার (ভূমি) হতে নথি প্রাপ্তির ১০ দিন।

 

হাট-বাজার পেরীফেরী সংক্রান্তকার্যক্রম।

--

যথাযথ প্রস্তাব প্রাপ্তির ১০ দিন।

 

মিছ/আপীল মামলার যাবতীয় কার্যক্রম।

আদালত চলাকালীন সময় ৫/- টাকার কোর্ট ফি এবং ওকালতনামা ও প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করতে হবে।

মামলা পরিচালনা স্বাপেক্ষে। সর্বোচ্চ ০৬ মাস।

 

আবাসন প্রকল্প সংক্রাস্ত কার্যক্রম।

--

যথাযথ প্রস্তাব প্রাপ্তির ১০ দিন।

 

আশ্রয়ন প্রকল্প সংক্রাস্ত কার্যক্রম।

--

যথাযথ প্রস্তাব প্রাপ্তির ১০ দিন।

 

আদর্শগ্রাম প্রকল্প সংক্রাস্ত কার্যক্রম।

--

যথাযথ প্রস্তাব প্রাপ্তির ১০ দিন।

 

সরকারী খাস জমি হতে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম।

--

যথাযথ প্রস্তাব প্রাপ্তির১০ দিন।

 

ভূমি উন্নয়ন করের দাবী ও আদায় কার্যক্রম তদারকি।

--

দাবী নির্ধারণের পর ১০ দিন।

 

জলমহাল সংক্রাস্ত কার্যক্রম।

৫/- টাকার কোর্ট ফি সহ আবেদন করতে হবে।

--

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় হতে ইজারা প্রদান করা হয়।

চিংড়ী মহাল সংক্রাস্ত কার্যক্রম।

 

৫/- টাকার কোর্ট ফি, সংশ্লিষ্ট বিষয়ের অভিজ্ঞতা সনদ, জাতীয়তা সনদ, ব্যাংক কর্তৃক প্রত্যয়নপত্র ও এফিডেবিটসহ আবেদন করতে হবে।

যথযথ প্রস্তাব প্রাপ্তির ১০ দিন।

 

রাজস্ব প্রশাসনের কর্মকর্তা/ কর্মচারীদের নিয়োগ ও বদলী সংক্রাস্ত কার্যক্রম।

--

প্রয়োজন স্বাপেক্ষে।

 

ভূমি প্রশাসনের অডিট আপত্তি নিষ্পত্তি সংক্রাস্ত কার্যক্রম

--

সহকারী কমিশনার (ভূমি) হতে ব্রডসীট জবাব পাওয়ার ১০ দিনের মধ্যে।

 

অর্পিত সম্পত্তি সম্পর্কিত 

 

সেবার মান ও বিবরণ 

সময় কাল

মহামান্য হাইকোর্ট, জেলা জজ, সাব জজ ও সিনিয়রসহকারী জজ আদালতসমূহে অর্পিত সম্পত্তি সংক্রান্ত বিষয়ে চলমান দেওয়ানী মামলাসমূহের শুনানীকালে প্রয়োজনীয় এস.এফ সরবরাহ করা হয়ে থাকে। আইনী লড়াইয়ের ক্ষেত্রেসরকারি স্বার্থ ও জনস্বার্থ সংরক্ষণের সর্বাত্বক সহায়তা প্রদান করা হয়ে থাকে।

মামলার ধার্য তারিখের ০৩ দিন পূর্বে

নোয়াখালী জেলার জেলা সদর ও উপজেলাসমূহের লীজকৃত অর্পিত সম্পত্তির লীজ মানি আদায়ের ক্ষেত্রে জনগণকে প্রশাসনিক সেবা প্রদান করা হয়। এতে সরকারি কোন ফি জমা দিতে হয় না। লীজমানি D.C.Rএর মাধ্যমে সহকারী কমিশনার (ভূমি) গণের কার্যালয়ে জমা হয়।

আর্থিক বৎসরের মধ্যে

অনুসন্ধান জানার ক্ষেত্রে জেলা মহাফেজখানাকে চাহিদা অনুযায়ী ভি.পি সংক্রান্ত রেকর্ড সরবরাহ করে জনসেবা প্রদান করা হয়। এর জন্য সরকারি খাতে নগদ কোন ফি জমা দেয়ার প্রয়োজন হয় না। শুধুমাত্র কোর্ট ফি ব্যবহৃত হয়।

তৎক্ষণাৎ

সরকারি উর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক চাহিত প্রতিবেদনসমূহ প্রেরণপূর্বক প্রশাসনিক জনসেবা কার্যক্রম এ শাখা করে থাকে।

প্রতি মাসের ১০ তারিখের মধ্যে


চলতি প্রকল্পসমূহ

0


কার্যক্রম
শাখার কার্যক্রম:

 নামজারী, লীজ, বন্দোবস্তীমামলানিষ্পত্তি

 হাট-বাজারওজলমহালব্যবস্থাপনা

 রাজস্বসংক্রান্তবিবিধকার্যক্রম

 সিডিএসপিসংক্রান্তকার্যক্রম

 রাজস্বপ্রশাসনেরকর্মকর্তা/কর্মচারীদেরনিয়োগওবদলীসংক্রান্তকার্যক্রম

 আদর্শগ্রামওপ্রকল্পসংক্রান্তকার্যক্রম

 হাট-বাজারপেরীফেরীসংক্রান্তকার্যক্রম

ভূমি উন্নয়ন কর, খাসজমি বন্দোবস্ত, সায়রাত মহাল, অর্পিত সম্পত্তি ব্যবস্থাপনা, ওয়াকফ,  দেবোত্তর সম্পত্তি ব্যবস্থাপনা, হাট-বাজার ব্যবস্থাপনা, রাজস্ব, কৃষি খাস জমি, জবর দখল সংক্রান্ত সভা, মিস মামলা, মাসিক রাজস্ব সংক্রান্ত বিবরণী প্রেরণ,  আশ্রয়ণ প্রকল্প, গুচ্ছগ্রাম প্রকল্প, উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ ও মেরামত সংক্রান্ত যাবতীয় কার্যক্রমসহ কর্মচারীদের বিভিন্ন অগ্রিম মঞ্জুরীসংক্রান্ত কাজ।


যোগাযোগ

রাজস্ব শাখা,জেলা প্রশাসকের কার্যালয়, নোয়াখালী।


অন্যান্য

0


ভারপ্রাপ্ত কর্মকর্তা