Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
জেনারেল সার্টিফিকেট শাখা
নাগরিক সেবা

 

দাবীর পরিমাণ

 

ফি'র পরিমাণ

১।যেখানে মালামাল দাবীর অংকদশ হাজার টাকার ঊর্ধ্বে নয়।

:

কোর্ট ফি১০% প্রযোজ্য ।

২।যেখানে মামলার দাবীর দশ হাজার অংক টাকার বেশীঅথচ এবং বিশ হাজার টাকারঊর্ধ্বেনয় ।

:

কোর্ট ফি দশহাজার টাকার জন্য এক হাজার টাকা এবং বাকী অংকের জন্য ৮% প্রযোজ্য ।

৩।যেখানে মামলার দাবীরপরিমাণ বিশ হাজার টাকার বেশী, অথচপঞ্চাশ হাজার টাকারঊর্ধ্বেনয়।

:

বিশ হাজারটাকার জন্য এক হাজার আটশত টাকা এবং বাড়তি অংকের জন্য ৬% প্রযোজ্য।

৪।যেখানেমামলার দাবীর পরিমাণ পঞ্চাশ হাজার টাকার বেশী অথচ এক লক্ষ টাকারঊর্ধ্বেনয় ।

:

পঞ্চাশহাজার টাকার জন্য পাঁচহাজার ছয়শত টাকা এবং বাড়তি অংকের জন্য ৩% প্রযোজ্য ।

৫।যেখানে মামলার দাবীর পরিমাণ এক লক্ষ টাকারবেশী অথচ এবং দুই লক্ষ টাকারঊর্ধ্বেনয়।

:

একলক্ষটাকার জন্য পাঁচ হাজার একশত টাকা এবং বাড়তি অংকের জন্য ২% প্রযোজ্য।

৬।যেখানে মামলার দাবীর পরিমাণ দুইলক্ষ টাকারঊর্ধ্বে।

:

দু'লক্ষটাকার জন্য সাত হাজার একশত টাকা এবং বাড়তি অংকের জন্য ১% কিন্তু মোট ফি'র পরিমাণপনের হাজার টাকার বেশী হবে না ।


চলতি প্রকল্পসমূহ

0


কার্যক্রম

জেনারেল সার্টিফিকেট শাখায় বিভিন্ন ব্যাংক, সরকারী সংস্থা তাদের দাবী আদায়ের নিমিত্ত সার্টিফিকেট মামলা রুজু করে থাকেন। 

১৯১৩ সালের সরকারি দাবী উদ্ধার আইন (Public Demand Recovery Act 1913) অনুযায়ী কার্যক্রম গ্রহণ করা হয় ।
সংশ্লিষ্ট সংস্থাসমূহ:
১. সকল সরকারি ব্যাংক
২. আয়কর বিভাগ
৩. কাস্টমস্‌ এন্ড ভ্যাট
 ৪. কোর্ট ফি সংক্রান্ত


যোগাযোগ

জেনারেল সার্টিফিকেট শাখা,জেলা প্রশাসকের কার্যালয়, নোয়াখালী


অন্যান্য

0


কর্মচারীবৃন্দ
ভারপ্রাপ্ত কর্মকর্তা