Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
জেলা ত্রাণ ও পুনর্বাসন শাখা
নাগরিক সেবা

 

কাজের বিবরণী  

টি.আর কর্মসূচীঃ
 সরকার থেকে এই কর্মসূচীর বরাদ্দ পাওয়ার পর বরাদ্দকৃত চাউল/গম/নগদ অর্থ

উপজেলা নির্বাহী অফিসারদের মধ্যে উপজেলা ওয়ারী/ প্রকল্প ওয়ারী বরাদ্দ প্রদান।

 

কাবিখা কর্মসূচীঃ
 সরকার থেকে বরাদ্দ পাওয়ার পর বরাদ্দকৃত চাউল/গম/নগদ অর্থ উপজেলা

নির্বাহী অফিসারদের মধ্যে উপজেলা ওয়ারী/ প্রকল্প ওয়ারী বরাদ্দ প্রদান।

 

ভিজিডি কর্মসূচীঃ
 সরকার থেকে উক্ত কর্মসূচীর আওতায় ২৪ মাস চক্রের জন্য গ্রামীণ গরীব

ও দুঃস্থ/বিধবা মহিলাদের জন্য মাসিক ৩০ কেজি হারে গম/চাউল বরাদ্দ প্রদান।

 

ত্রাণ তৎপরতাঃ
 দূর্যোগ পরবর্তী সময়ে ক্ষয়ক্ষতির দিক বিবেচনায় উদ্ধার কার্য'ক্রমের

জন্য সরকারি থোক বরাদ্দের অর্থ ও চাউল বরাদ্দ প্রদান।

 

চলতি প্রকল্পসমূহ

0


কার্যক্রম
শাখার কার্যক্রম:

দুর্যোগ পুর্ববর্তী, দুর্যোগকালীন এবং দুর্যোগ পরবর্তী সময়ে ত্রাণ এবং পুনর্বাসনসহ প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ ও পরিচালনা
 ত্রাণ মন্ত্রণালয় প্রদত্ত অন্যান্য কার্যাদি সম্পন্নকরণ


যোগাযোগ

জেলা ত্রাণ ও পুনর্বাসন শাখা,জেলা প্রশাসকের কার্যালয়, নোয়াখালী।


অন্যান্য

0


কর্মচারীবৃন্দ
ভারপ্রাপ্ত কর্মকর্তা