কার্যাবলী |
সেবা প্রদানের সময়কাল |
আগ্নেয়াস্ত্র লাইসেন্স ইস্যু,নবায়ন ও স্থানান্তর এর কার্যক্রম (পিস্তল,বন্দুক,শর্টগান)। (১) লাইসেন্স ইস্যুর ক্ষেত্রে ১০/- টাকার কোর্ট ফি সম্বলিত আবেদন দাখিল করতে হবে। আবেদনের সাথে নিম্নবর্ণিত কাগজপত্র দাখিল করতে হবে। ক) নির্ধারিত ফরম পূরণ করে জমা দিতে হবে। খ) সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র। গ) বয়স প্রমাণের জন্য সনদপত্র। ঘ) সদ্য তোলা পাসপোর্ট সাইজের ০৪ কপি ছবি। ঙ) বাৎসরিক ন্যূনতম ২,০০,০০০/- টাকার আয়কর দাতা হিসেবে আয়কর সনদপত্র। উল্লেখিত কাগজপত্রসহ আবেদন দাখিলের পর সরকারি বিধি প্রতিপালন সাপেক্ষে লাইসেন্স ইস্যু,নবায়ন ও স্থানান্তরকরা হয়। |
সরকার বিধি প্রতিপালন সাপেক্ষে ০৩ (তিন) দিনের মধ্যে লাইসেন্স ইস্যু ও স্থানান্তর এবং ০১(এক) দিনের মধ্যে নবায়ন করা হয়। |
সি.এন.জি/পেট্রোল পাম্প/পেট্রোলিয়ামজাত দ্রব্যাদি মজুদের অনাপত্তি সনদ। (১) অনাপত্তি সনদের ক্ষেত্রে ১০/- টাকার কোর্ট ফি সম্বলিত আবেদন দাখিল করতে হবে। আবেদনের সাথে নিম্নবর্ণিতকাগজপত্র দাখিল করতে হবে। ক) সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র। খ) ট্রেড লাইসেন্স। গ) সদ্য তোলা পাসপোর্ট সাইজের ০৪ (চার) কপি ছবি। ঘ) মালিকানার কাগজপত্র ও ০৬(ছয়) কপি নকসা। উল্লেখিত কাগজপত্রসহ আবেদন দাখিলের পর সরকারি বিধি প্রতিপালন সাপেক্ষে অনাপত্তি সনদ প্রদান করা হয়। |
সরকারি বিধি প্রতিপালন সাপেক্ষে ০৩(তিন) দিনের মধ্যে অনাপত্তি সনদ প্রদান করা হয়। |
ছাপাখানা ঘোষণাপত্র প্রদান। সরকারি বিধি প্রতিপালন সাপেক্ষে ছাপাখানা ঘোষণাপত্র প্রদান করা হয়। |
সরকারি বিধি প্রতিপালন সাপেক্ষে ০৩ (তিন) দিনের মধ্যে ঘোষণাপত্র প্রদান করা হয়। |
স্থানীয় পত্রিকা প্রকাশনার জন্য ঘোষণাপত্র প্রদান । সরকারি বিধি প্রতিপালন সাপেক্ষে ছাপাখানা ঘোষণাপত্র প্রদান করা হয়। |
সরকারি বিধি প্রতিপালন সাপেক্ষে ০৩ (তিন) দিনের মধ্যে ঘোষণাপত্র প্রদান করা হয়। |
সিনেমা প্রদর্শনী লাইসেন্স প্রদান সংক্রান্ত কার্যক্রম। সরকারি বিধি প্রতিপালন সাপেক্ষে সিনেমা প্রদর্শনী লাইসেন্স প্রদান করা হয়। |
সরকারি বিধি প্রতিপালন সাপেক্ষে ০৩ (তিন) দিনের মধ্যে প্রদর্শনী লাইসেন্স প্রদান করা হয়। |
সিনেমা অপারেটর লাইসেন্স প্রদান সংক্রান্তকার্যক্রম। সরকারি বিধি প্রতিপালন সাপেক্ষে সিনেমা অপারেটর লাইসেন্স প্রদান করা হয়। |
সরকারি বিধি প্রতিপালন সাপেক্ষে ০২ (দুই) দিনের মধ্যে অপারেটর লাইসেন্স প্রদান করা হয়। |
এসিড লাইসেন্স প্রদান সংক্রান্তকার্যক্রম। (১) এসিড লাইসেন্স প্রদানের ক্ষেত্রে ১০/- টাকার কোর্ট ফি সম্বলিত আবেদন দাখিল করতে হবে। আবেদনের সাথে নিম্নবর্ণিতকাগজপত্র দাখিল করতে হবে। ক) নির্ধারিত ফরম পূরণ করে দাখিল করতে হবে। খ) সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র। গ) ট্রেড লাইসেন্স। ঘ) সদ্য তোলা পাসপোর্ট সাইজের ০২ (দুই) কপি ছবি। ঙ) মালিকের অনাপত্তি সনদসহ মালিকানার কাগজপত্র এবং ০২ (দুই) কপি নক্সা। চ) আয়কর সনদপত্র। ছ) নিয়োগকৃত কর্মচারীদের তথ্য। উল্লেখিত কাগজপত্রসহ আবেদন দাখিলের পর সরকারী বিধি প্রতিপালন সাপেক্ষে লাইসেন্স প্রদান করা হয়। |
সরকারি বিধি প্রতিপালন সাপেক্ষে নতুন লাইসেন্স প্রদানের ক্ষেত্রে ০৩ (তিন) দিনের মধ্যে এবং নবায়নের ক্ষেত্রে আনুষঙ্গিক কার্যক্রম সম্পন্ন করে ০১(এক) দিনের মধ্যে প্রদান করা হয়। |
গরু জবাই লাইসেন্স প্রদান সংক্রান্তকার্যক্রম। সরকারি বিধি প্রতিপালন সাপেক্ষে লাইসেন্স প্রদান করা হয়। |
সরকারি বিধি প্রতিপালন সাপেক্ষে ০১ (এক) দিনের মধ্যে গরু জবাই লাইসেন্স প্রদান করা হয়। |
ধর্মীয় অনুষ্ঠান/সভা/যাত্রা/সার্কাস/মেলা অনুমতি সংক্রান্ত সরকারি বিধি প্রতিপালন সাপেক্ষে অনুমতি প্রদান করা হয়। |
সরকারি বিধি প্রতিপালন সাপেক্ষে ০১ (এক) দিনের মধ্যে অনুমতি প্রদান করা হয়। |
কারাগারে আটক বন্দীদের সাথে সাক্ষাৎ প্রদানের অনুমতি সংক্রান্তকার্যক্রম।
|
সরকারি বিধি প্রতিপালন সাপেক্ষে ০১ (এক) দিনের মধ্যে অনুমতি প্রদান করা হয়। |
কেবল অপারেটর লাইসেন্স প্রদান সংক্রান্তকার্যক্রম। সরকারি বিধি প্রতিপালন সাপেক্ষে অনুমতি প্রদান করা হয়। |
সরকারি বিধি প্রতিপালন সাপেক্ষে ০২ (দুই) দিনের মধ্যে লাইসেন্স প্রদান করা হয়। |
ইট পোড়ানো লাইসেন্স প্রদান সংক্রান্তকার্যক্রম। প্রাথমিকভাবে আবেদনের ক্ষেত্রে 1)১০/- টাকার কোর্ট ফি দিয়ে আবেদন করতে হবে। ক) নির্ধরিত ফরম পূরণপূর্বক ১০/- টাকার চালানের মূল কপি সংযুক্ত করতে হবে। খ) পরিবেশ ছাড়পত্র। গ) আয়কর ও ভ্যাট প্রত্যয়নপত্র। ঘ) চেয়ারম্যান কর্তৃক নাগরিক সনদপত্র ও অনাপত্তি সনদপত্র ঙ) ব্যাংক স্বচ্চলতা সনদপত্র। চ) স্কেচম্যাপসহ আবেদিত ভূমির মালিকানা সংক্রান্তকাগজপত্র ছ) ট্রেড লাইসেন্স। 2)নবায়নের ক্ষেত্রে ১০/- টাকার কোর্ট ফি দিয়ে আবেদনপত্র দাখিল করতে হবে। আবেদনের সাথে পরিবেশ ছাড়পত্র আয়কর,ভ্যাট প্রত্যয়নপত্র এবং ভুমি উন্নযন কর পরিশোধের দাখিলা সংযুক্ত করতে হবে। |
সরকারি বিধি প্রতিপালন সাপেক্ষে ০৩ (তিন) দিনের মধ্যে নতুন লাইসেন্স প্রদান এবং লাইসেন্স নবায়নের ক্ষেত্রে ০১(এক) দিনের মধ্যে প্রদান করা হয়। |
মহামান্য হাইকোর্ট থেকে জামিনপ্রাপ্ত আসামীদের জামানতনামা গ্রহণ সংক্রান্ত মহামান্য হাইকোর্ট থেকে জামিন আদেশ প্রাপ্তির পর মহামান্য হাইকোর্টে টেলিফোনের মাধ্যমে জামিন আদেশের বিষয়ে সহকারী কমিশনার ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট কর্তৃক নিশ্চয়তা গ্রহণ করা হয়। আসামী কর্তৃক/বিজ্ঞ আইনজীবির মাধ্যমে আবেদন ও ওকালতনামা সহ হাজির হওয়ার পর বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এর সন্তুষ্টি মোতাবেক জামানতনামা গ্রহণ করা হয়। |
মহামান্য হাইকোর্ট থেকে জামিননামা প্রাপ্তির পর আনুষঙ্গিক কার্যক্রম সম্পন্ন করার পর ০৫(পাঁচ) দিনের মধ্যে জামানতনামা গ্রহণ করা হয়। |
বিষ লাইসেন্স প্রদান সংক্রান্তকার্যক্রমঃ সরকারী বিধি প্রতিপালন সাপেক্ষে লাইসেন্স প্রদান করা হয়। |
(সরকারী বিধি প্রতিপালন সাপেক্ষে ০৩(তিন) দিনের মধ্যে লাইসেন্স প্রদান করা হয়।) |
বিবিধ অভিযোগ সংক্রান্তঃ প্রাপ্ত অভিযোগ প্রাপ্তির পর সংশ্লিস্ট ফাইলে উপসহাপন করা হয়। |
প্রাপ্ত অভিযোগ প্রাপ্তির পর সংশ্লিস্ট ফাইলে উপস্থাপন করে ০৫ (পাচ) দিনের মধ্যে নিষ্পত্তি করা হয়। |
0
আগ্নেয়াস্ত্র লাইসেন্স ইস্যু, নবায়ন ও স্থানান্তরএর কার্যক্রম (পিস্তল, বন্দুক, শর্টগান)
সি.এন.জি/পেট্রোল পাম্প/পেট্রোলিয়ামজাত দ্রব্যাদি মজুদের অনাপত্তি সনদ
ছাপাখানা ঘোষণাপত্র প্রদান
স্থানীয় পত্রিকা প্রকাশনার জন্য ঘোষণাপত্র প্রদান
সিনেমা প্রদর্শনীলাইসেন্স প্রদান সংক্রান্ত কার্যক্রম
সিনেমা অপারেটর লাইসেন্স প্রদান সংক্রান্তকার্যক্রম
এসিড লাইসেন্স প্রদান সংক্রান্তকার্যক্রম
গরু জবাই লাইসেন্স প্রদান সংক্রান্তকার্যক্রম
ধর্মীয় অনুষ্ঠান/সভা/যাত্রা/সার্কাস/মেলা অনুমতি সংক্রান্ত
কারাগারে আটক বন্দীদের সাথে সাক্ষাৎপ্রদানের অনুমতি সংক্রান্ত কার্যক্রম
কেবল অপারেটর লাইসেন্স প্রদান সংক্রান্তকার্যক্রম
ইট পোড়ানোলাইসেন্স প্রদান সংক্রান্ত কার্যক্রম
মহামান্য হাইকোর্ট থেকে জামিনপ্রাপ্ত আসামীদের জামানতনামা গ্রহণ সংক্রান্ত
বিষ লাইসেন্স প্রদান সংক্রান্ত কার্যক্রম
বিবিধ অভিযোগ সংক্রান্ত
0
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS