Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
আর এম শাখা
Citizen Service

 

কাজের নাম

সরকারী ফি

সময়

নামজারী জমাখারিজ আপীল মামলা

আবেদন ফিঃ ১০/= টাকার কোর্ট ফি

জমাখারিজমামলার রায়ের ৩০(ত্রিশ) দিনের মধ্যেআপীল দায়ের করতে হবে।

দেওয়ানীমামলা/আপীল মামলা/ সিভিল রিভিশন/রীট পিটিশন মামলাসমূহে সরকারি স্বার্থ সংরক্ষণেকার্যক্রম গ্রহণ

মামলার তায়দাদের উপর ভিত্তি করে বিজ্ঞ সরকারিকৌশলীগণ ফি প্রাপ্য হন

এল.আরম্যানুয়েল অনুযায়ী

অবমূল্যায়নমামলা সংক্রান্ত কার্যক্রম গ্রহণ

মামলা সংশ্লিষ্ট সাব-রেজিস্টারগণ দায়ের করেন।

 

বিনিময়মামলা কার্যক্রম

১০/= টাকা কোর্ট ফি দিয়ে আবেদন করতে হয়।

 

ভেন্ডারশীপলাইসেন্স সংক্রান্তকার্যক্রম

১০/= টাকা কোর্ট ফি দিয়ে আবেদন করতে হয়।

 

মৃত নাবিকেরপাওনা সংক্রান্তকার্যক্রম

সমুদ্র পরিবহন হতে প্রাপ্তির উপর নির্ভরশীল। কোন ফিপ্রয়োজন নেই।

 

ওয়াকফ/দেবোত্তর সম্পত্তি সংক্রান্তকার্যক্রম

বিভিন্ন তদন্তপ্রক্রিয়া সম্পাদনের উপর নির্ভরকরে।

 

পাওয়ার অবএটর্নি সংক্রান্তকার্যক্রম গ্রহণ

আবেদন ফি- ১০/= টাকার কোর্ট ফিঅনুর্ধ ০৫ জনব্যক্তি হলে ১০০০/=টাকা, ০৫ জনের অধিক হলে- ২০০০/=টাকা

 

সরকারিকৌশলীগণের ফি ও আনুষঙ্গিক ব্যয় সংক্রান্তকার্যক্রম

বিল দাখিল সাপেক্ষে যাচাই/বাচাইক্রমে পরিশোধেরব্যবস্থা নেওয়া হয়।

 

বিবিধকার্যক্রম

 


Current Project

0


Duties

মিস আপীল মামলা (মিস আপীল, মিউটেশন আপীল, সার্ঢিফিকেট আপীল ও স্ট্যাস্প ঘাটতি মামলা)
মোকদমা নোটিশ জারী সংক্রান্ত বিষয়াদি তদারকি।
মুলতবী মামলা পরিচালনা সংক্রান্ত।
দেওযানী মামলা সংক্রান্ত বিষয়াদি (অর্পিত সস্পত্তি ব্যতীত)।
দেওয়ানী মোকদ্দমার তথ্য বিবরণী (এসএফ) সংগ্রহ/প্রস্তুতকরণ।
সরকারি কৌশলীর নিকট এসএফ প্রেরণ নিশ্চিতকরণ (অর্পিত সস্পত্তি ও এলএ কেস ব্যতীত)।
সরকারি জমির সীমানা নির্ধারণ সম্পর্কিত বিষয়াদি।
বিজ্ঞ জিপি/এজিপিদের নিয়োগ সংক্রান্ত
বিজ্ঞ জিপি/এজিপিদের বিল ও ভাতাদি সংক্রান্ত।
বিজ্ঞ জিপি/এজিপিদের বিলের বিপরীতে অডিট আপত্তি নিস্পত্তি সংক্রান্ত।
বিবিধ তদন্ত


Contact
আর এম শাখা,জেলা প্রশাসকের কার্যালয়, নোয়াখালী
Others

0


Acting Officer