Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
LA
Citizen Service

 

সেবার নাম

এল, এ, শাখার কার্যাবলী/সেবা সমূহের বিবরণ

নির্ধারিত সময় সীমা

অধিগ্রহণ/ হুকুম দখল ও চেক বিতরণ

জরুরী সম্পত্তি হুকুম দখল আইন ১৯৪৮ এর আওতায় অধিগ্রহণকৃত/হুকুম দখলকৃত ভূমির অনিষ্পন্ন নথির কার্যক্রমসহ অপরিশোধিত ক্ষতিপূরণের টাকা ক্ষতিগ্রস্থদের মধ্যে বিধিমতে পরিশোধ/বিতরণ করা।

 

-

অধিগ্রহণ ও চেক বিতরণ

স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও দখল গ্রহণ অধ্যাদেশ ১৯৮২ এর আওতায় হুকুম দখলকৃত ভূমির ক্ষতিপূরণের টাকা ক্ষতিগ্রস্থ ভূমির মালিকদের মধ্যে  স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ম্যানুয়েল ১৯৯৭ অনুসারে ক্ষতিপূরণের অর্থ এল,এ চেকের মাধ্যমে ক্ষতিগ্রস্থদের মধ্যে পরিশোধ/বিতরণ করা।

 

-

অধিগ্রহণের প্রস্তাব গ্রহণ

সরকারি ও বেসরকারি সংস্থা হতে অধিগ্রহণ প্রস্তাব গ্রহণ এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ব্যবস্থাকরণ।

দরখাস্ত প্রাপ্তির ৩ (তিন) মাসের মধ্যে।

চেক বিতরণর সময় প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন

অধিগ্রহণকৃত অনুমোদিত রোয়েদাভুক্ত এল, এ, চেক প্রকৃত ক্ষতিগ্রস্থদের মধ্যে বিতরণ। চেক পাওয়ার জন্য নিন্ম লিখিত কাগজপত্র সঙ্গে আনতে হয়।

ক) সনাক্তকরণের জন্য স্থানীয় চেয়ারম্যান অথবা তার ক্ষমতাপ্রাপ্ত মেম্বার অথবা পরিচিত এডভোকেট কর্তৃক সনাক্তকরণ।

খ) সি,এস/আর,এস/কে,এম/এম,আর,আর/দিয়ারা মূল খতিয়ান বা নকল কপি।

গ) ভূমি হস্তান্তর হয়ে থাকলে তার দলিল।

ঘ) মিউটেশন খতিয়ান (যদি থাকে)।

ঙ) হাল সনের ভূমি উন্নয়ন করের দাখিলা।

চ) ১০ (দশ) টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্প।

ছ) ১৫ টাকার কোর্ট ফি ও কার্টিস পেপার।

জ) সত্যায়িত ২ (দুই) কপি ছবি।

ঝ) চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে)।

রোয়েদার সহিত যাচাইক্রমে সঠিক পরিদৃষ্ঠ হলে এল,এ, চেক প্রদান করা হয়। উল্লেখ্য যে অনুমোদিত এওয়ার্ড এর সহিত বর্ণিত কাগজপত্রের গরমিল পরিদৃষ্ঠ হলে চেক প্রদান স্থগিত রাখা হয়।

 

আবেদন প্রাপ্তির ১৫ (পনের) দিনের মধ্যে।

 

মিস মামলা রুজু

এওয়ার্ডের কোন আপত্তিথাকলে তার প্রেক্ষিতে মিস মামলা রুজুক্রমে শুনানি গ্রহণ করা হয়।

এ সকল ক্ষেত্রে (১০) দশ টাকার কোর্ট ফি দ্বারা আবেদন দাখিল করতে হয়। আপত্তিকারীর আবেদন শুনানীক্রমে তা বিধি মোতাবেক নিষ্পত্তি করা হয়।

আবেদন প্রাপ্তির ১ (এক) মাসের মধ্যে।

রিজিউম কমিটির সভা আহবান

অধিগ্রহণকৃত অব্যবহুত ভূমি রিজিউম এর প্রস্তাব পাওয়া গেলে তা বিধি মোতাবেক রিজিউম কমিটির সভা আহবান পূর্বক নিষ্পত্তি ব্যবস্থা গ্রহণ করা হয়।

আবেদন প্রাপ্তির ১ (এক) মাসের মধ্যে।

চাহিত তথ্য প্রেরণ

উর্ধ্বতন কর্তৃপক্ষ/মন্ত্রণালয়/বিভাগ/বিভাগীয় কমিশনার অফিস কর্তৃকচাহিত তথ্যাদি স্বল্পতম সময়ে প্রেরণের ব্যবস্থাকরণ।

পত্র প্রাপ্তির ১৫ (পনের) দিনের মধ্যে /চাহিত মতে।

নথি শ্রেণী বিন্যাস করণ

অধিগ্রহণের যাবতীয় কার্যক্রম সমাপ্ত হলে নথি শ্রেণী বিন্যাস করে তা রেকর্ড রুমে প্রেরণের ব্যবস্থা গ্রহণ।

নথির কার্যক্রম শেষ হওয়ার পর স্বল্পতম সময়ের মধ্যে।


Current Project

0


Duties
শাখার কার্যক্রমঃ

সরকারি সংস্থার জন্য ভূমি অধিগ্রহণ এবং ক্ষতিপূরণ প্রদান

মিস-মামলা রুজু

প্রত্যাশী সংস্থার অব্যবহৃত জমি রিজিউম সংক্রান্ত কার্যক্রম


Contact
ভূমি হুকুম দখল শাখা,জেলা প্রশাসকের কার্যালয়, নোয়াখালী।
Others

0


Acting Officer