জেলা ব্র্যান্ডিং কৌশলপত্রটি সরাসরি সরকারের উন্নত দেশ বিনির্মাণের রূপকল্প বাস্তবায়নে সহায়ক ভূমিকা পালন করবে। বাংলাদেশে জেলা ব্র্যান্ডিং বাস্তবায়নের জন্য কোন নীতিমালা কিংবা কৌশল নেই। এই দলিলটি এক্ষেত্রে সকল জেলার জন্য একটি অভিন্ন কাঠামো হিসেবে কাজ করবে যা, প্রতিটি জেলাকে ব্র্যান্ডিংয়ের পরিকল্পনা প্রণয়নসহ এর সামগ্রিক বাস্তবায়ন,পরিবীক্ষণ ও মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করার ক্ষেত্রে পথ নির্দেশনা দেবে। বর্ণিত নীতিমালা কিংবা কৌশলে সবার জন্য টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে যা, জেলা ব্র্যান্ডিংয়ের কার্যক্রমের মূল উদ্দেশ্যের সাথে সরাসরি সম্পর্কযুক্ত।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস