Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ, নোয়াখালী

 

আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ,নোয়াখালী চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় অধিভূক্ত একটি রাষ্ট্রীয় চিকিৎসা শিক্ষাপ্রতিষ্ঠাননোয়াখালী শহরের কেন্দ্র থেকে ১০কিলোমিটার পূর্ব-উত্তরে এবং রাজধানী ঢাকা থেকে ১৫১ কিলোমিটার পূর্ব দক্ষিনে কলেজের অবস্থান প্রতি বৎসর স্বাস্থ্য মহাপরিদপ্তর পরিচালিত একটি প্রতিযোগীতামূলক পরীক্ষার মাধ্যমে উচ্চমাধ্যমিক/ -লেবেল বা তার সমমানের অধিকারী প্রার্থীরা কলেজে ভর্তির জন্য নির্বাচিত হনশিক্ষার মাধ্যম ইংরেজী।

 

নোয়াখালী মেডিকেল কলেজ বাংলাদেশের নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অবস্থিত একটি সরকারী মেডিকেল কলেজ। এটি জেলার নোয়াখালী-কুমিল্লা রোডে অবস্থিত। ২০১০ সালে এটি প্রতিষ্ঠিত হয়।প্রতিষ্ঠার পর থেকে নোয়াখালী মেডিকেল কলেজ নামে পরিচিত হলেও বর্তমান এর নামকরণ করা হয় আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ।শুরুর পর থেকে এর রয়েছে-

শহীদমিনার

প্রতিষ্ঠানে একটি শহীদ মিনার রয়েছে।

মিলনায়তন

 এই প্রতিষ্ঠানের একটি মিলনায়তন রয়েছে।

বর্তমান পরিচালনা কমিটির তথ্য

একাডেমিক কাউন্সিলঃ

সভাপতি         - অধ্যক্ষ

সহ-সভাপতি    - পরিচালক, নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল

                          সদস্য            - সকল অধ্যাপক ও সকল বিভাগীয় প্রধান

শিক্ষাবৃত্ত তথ্যসমুহ

 বর্তমানে শিক্ষকগণের মাধ্যমে গবেষণা কার্যক্রম চালু আছে।

 নিয়মিত পোষ্ট-গ্রাজুয়েট ট্রেনিং সকল ইউনিটে চালু আছে এবং

 জাতীয় ও আমত্মর্জাতিক সেমিনার ও কনফারেন্সে সকল শিক্ষগণই অংশ গ্রহণ করে।

ভবিষৎ পরিকল্পনা

হাসপাতালকে ৫০০ শয্যায় রূপান্তর ও সুপার স্পেশালিটির সকল বিভাগ চালু করা।

 

যোগাযোগঃ

আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ, নোয়াখালী

মাইজদী, পোঃ নোয়াখালী সদ্‌র

থানাঃ সুধারাম,নোয়াখালী।

ফোনঃ ০৩২১-৬৩২১৫

ফ্যাক্সঃ ০৩২১-৬৩২০৫

বিস্তারিত জানতে চাইলে ক্লিক করুনঃ

http://www.noakhali.gov.bd/node/1167521