নোয়াখালী জেলার সরকারী, বেসরকারী, স্বায়ত্তশাসিত সংস্থার কর্মকর্তা এবং স্থানীয় সম্ভ্রান্ত ও গণ্যমান্য ব্যাক্তিবর্গের ক্রীড়া ও সামাজিক- সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি ও বিনোদনের লক্ষ্যে এবং কল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে ১৯৮২ সালে নোয়াখালী ক্লাব গঠিত হয়। এ ক্লাবের অবস্থান নোয়াখালী জেলা সদর দপ্তরে এবং এর অধিক্ষেত্র নোয়াখালী জেলা। ২০০৩ সালে প্রণীত নতুন গঠনতন্ত্র অনুযায়ী নোয়াখালী ক্লাব পুনর্গঠিত হয়।
মূলনীতিঃ মিথস্ক্রিয়া পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি করে। ক্রীড়া ও সংস্কৃতি চর্চা দেহ ও মন সতেজ রাখে এবং পারস্পরিক বন্ধন সুদৃঢ় করে।
কার্যনির্বাহী কমিটিঃ নোয়াখালী ক্লাব পরিচালনার জন্য ১৫ সদস্য বিশিষ্ট একটি কার্যনির্বাহী কমিটি আছে। নোয়াখালী জেলার সম্মানিত জেলা প্রশাসক মহোদয় পদাধিকার বলে কার্যনির্বাহী কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন।
সাধারণ পরিষদঃ নোয়াখালী ক্লাবে তিন ধরণের সদস্য বিদ্যমান। আজীবন সদস্য, সাধারণ সদস্য ও দাতা সদস্য। সদস্যদের সমন্বয়ে সাধারণ পরিষদ গঠিত।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস